নিজস্ব প্রতিবেদক◊◊
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা-কে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
গতকাল (২৬ নভেম্বর) শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের দক্ষ ও গতিশীল নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আগামীতে আরো জোরদার হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা আশা করি।
উল্লেখ্য যে, আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Tags: মহিলা