হাজী মিজান প্রধান
মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট হাত জুড়ে অনুরোধ করছি। আপনার কাছে পরিচয় দেওয়ার মতো কোন যোগ্যতা আমার নাই। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক।
মাননীয় প্রধানমন্ত্রী বতর্মান করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন; তা আজ বিশ্ববাসী দেখছে। তাই আপনার নিকট হাত জুড়ে বিশেষ অনুরোধ করছি। একটা দিন একটা সময় করে আমাদের জাতীয় মসজিদ থেকে প্রচারের মাধ্যমে দোয়ার ব্যবস্থা করেন।
আমরা বাংলাদেশের সব জনগণ, যে যেখানে থাকি; সেই জায়গা থেকে পবিত্র হয়ে এক সাথে তওবা করে মহান মালিকের দরবারে দুটি হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে মন থেকে দোয়া করি। হয়তো মহান আল্লাহতালা সবার দোয়ার বরকতে আমাদের এই কঠিন বিপদ থেকে মুক্তি করে দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রতিদিন ঘুম ভেঙ্গে শুনছি মৃত্যুর কথা। মন যে কোন ভাবেই স্বাভাবিক হতে পারছে না। কিন্তু এই দেশ পীর আউলিয়ার দেশ, অনেক নেককার ঘুমিয়ে আছে বাংলার মাটিতে। তাই এই দেশের মাটিতে বসে আল্লাহ দরবারে এক সাথে সবাই মিলে দোয়া করলে হয়তো মহান আল্লাহতালা অামাদের ফিরিয়ে দিবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী আবারও আপনার কাছে হাত জোর করছি একটা বারের জন্য চেষ্টা করে দেখেন।