নির্দেশ মোতাবেক আজ যথাসময়ে বৈঠকে উপস্থিত হয়ে প্রকল্পের নামে আত্নসাৎ করা ২ লাখ ৫৪ হাজার টাকার কথা স্বীকার করেন প্রকল্প চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার আব্দুস সোবহান এবং ক্ষমা প্রার্থনা করেন। এসময় নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেন আজ বিকেল ৩টার মধ্যে আমার অফিসে আত্নসাৎ করা টাকা জমা দিবেন। এসময় নয়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ ও পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলন উপস্থিত ছিলেন।
বিকেল ৪টার দিকে ইউএনও অফিসে খোঁজ নিয়ে জানা যায়, আত্নসাৎ এর ২ লাখ ৫৪ হাজার টাকার মধ্যে ২ লাখ ৪৬ হাজার টাকা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়েছে। বাকি ৮ হাজার টাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খেয়েছে বলে ইউএনও অফিসে স্বীকারোক্তি দেন প্রকল্প চেয়ারম্যান।
জানা যায় ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষনা বেক্ষন (টিআর) প্রথম পর্যায়ে কর্মসূচীর আওতায় ঘোড়াঘাট পৌরসভায় ৩টি প্রকল্পে ৬ লাখ ৫৪ হাজার ৭৭৬. ৪২ টাকা বরাদ্দ পায়।
বরাদ্দকৃত টাকার মধ্যে নয়াপাড়া কেন্দ্রীয় ইদগাহ্ মাঠের গেট ও মিনার নির্মাণ প্রকল্পের জন্য ৩ লাখ ৫৪ হাজার টাকার একটি প্রকল্প করা হয়।
প্রকল্প চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার আব্দুস সোবহান পৌরসভার সঙ্গে যোগসাজস করে ৫ সদস্যের একটি প্রকল্প কমিটি দাখিল করেন। যেখানে ২জন সদস্যের স্বাক্ষর জাল করে ৩ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে নেয় প্রকল্প চেয়ারম্যান। উত্তোলনকৃত টাকার মধ্যে মাত্র ১ লাখ টাকা মসজিদ কমিটিকে দিয়ে বাকি টাকা আত্নসাৎ করেন তিনি।
জানতে চাইলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।