এছাড়াও ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষেও স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।
সকাল থেকেই ভাসানী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা শহীদ মিনারে দেশাত্ববোধক গান ও গণসংগীত পরিবেশন করেন।