ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি♦♦
ব্রাক্ষণবাড়িয়া ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে প্রায় ১৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। গতকাল (২৩ অক্টোবর) সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর ভৈরবে গঠিত জরুরি কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ (ভৈরব এসি ল্যান্ড অফিসের কর্মকর্তা) জানান, দুর্ঘটনায় ২ জন নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছেন।
আউটার স্টেশনে একটি মালবাহী ট্রেন পেছন দিকে ধাক্কা দিলে এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে এর আগে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার জানিয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের নিচে এখনো মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার ফারিয়া নাজমুন প্রভা জানান, এখন পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় ১৬ জনের মরদেহ হাসপাতালে আনা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মালবাহী ট্রেনটি পেছন দিকে থেকে ধাক্কা দিলে এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্তৃপক্ষ বলছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পূর্ব) নাজমুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মালবাহী ট্রেনটি “সিগন্যাল না মানায়” এ সংঘর্ষ হয়েছে।
তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার পর পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাঁদের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জীবন মিয়া জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যানবাহন চলাচল বন্ধ আছে।