সভায় আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯ ঘটিকায় টাঙ্গাইলে সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশের এই নাজুক পরিস্থিতিতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর জাগপা’র সভাপতি মোঃ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব জাগপা’র সভাপতি আমির হোসনে আমু, এম এ শাহিন, জেহাদ প্রমুখ।