নিজস্ব প্রতিবেদক।।
পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন’র উদ্যোগে এক ঈদ পূণর্মীলনীর আয়োজন করা হয়। গতকাল (২৮ মে) শনিবার বিকাল ৪ ঘটিকার সময় রাজধানীর বেইলী রোডস্থ নাটক স্মরণী ‘ফকরুদ্দীন ক্যাফে’ ঈদ পূণর্মীলনীর অনুষ্ঠেয় কালে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ’র উপস্থিতি কালে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন, পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন-প্রধান উপদেষ্টা মো. শরিফ উদ্দিনকে, সভাপতি-আব্দুল হালিম নিশাণ, সাধারণ সম্পাদক রাজিবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক-মো: জহিরুল ইসলামকে। পর্যায়ক্রমে সকলকেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে। খানাপিনা সহ মিষ্টি বিতরণে অংশগ্রহণ করা হয়েছে।
এবিষয়ে পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের ‘সভাপতি’ আব্দুল হালিম নিশাণ বলেন, ভালো একটি সংগঠন জাতির কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়, যদি সংগঠনটি সর্বস্তরের জনগণের কাছে উপকার বা সহযোগিতা পাওয়া যায়।জাতির নজর কাড়ে ভালো একটি সংগঠনের। সেই ভাবে সকলের দৌড় গোঁড়ায় পৌঁছতে হলে, আমাদের শতভাগ চেষ্টা-পরিশ্রম চালিয়ে যেতে হবে। তাহলেই সংগঠনের সার্থকতা পূর্ণ হবে। তিনি বলেন, সংগঠনের প্রতি মায়া-মমতায় নিমজ্জিত ভরপুর থাকতে হবে। একটি বাচ্চা যেমন ছোট থেকে লালন-পালন করে মানুষ করতে হয়। তেমনি একটি সংগঠনকেও প্রথমে শতভাগ পরিশ্রম করে প্রতিষ্ঠিত করতে হয়।
সাধারণ সম্পাদক রাজিবুল হাসান বলেন, আমরা সংগঠনটি দাঁড় করেছি শতভাগ পরিশ্রম দিয়ে। কাজেই সকলে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনটি প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমাদের হৃদয় প্রাণে আত্মতৃপ্তি পাবে।
ঈদ পূণর্মীলনী অনুষ্ঠান কালে ‘পিআইবি ১৮তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন’ এর (২০২২-২০২৩) সালের কমিটি। দুই বছরের জন্য আনুষ্ঠানিক ভাবে সকলের উপস্থিততে পূর্ণাঙ্গ রূপে ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যারা রয়েছেন তাঁরা হলা: প্রধান উপদেষ্টা- মো: শরিফ উদ্দিন,সভাপতি-আব্দুল হালিম নিশাণ, সিনিয়র সহ-সভাপতি- মো: আসিফ ইবনে আবেদীন রিয়াজ,সহ-সভাপতি- মো: রফিকুল ইসলাম সুমন,সহ-সভাপতি- এ এস এম সায়েম মাহবুব মজুমদার,সাধারণ সম্পাদক- রাজিবুল হাসান,সিনিয়র যুগ্ম-সম্পাদক-মাহফুজুর রহমান শুভ,যুগ্ম-সম্পাদক- মো: খয়বার আলী,সাংগঠনিক সম্পাদক- মো: জহিরুল ইসলাম,প্রচার সম্পাদক- শাহাবুদ্দিন সিহাব,দপ্তর সম্পাদক- শাহ মুহাম্মদ ইয়াহইয়া নকিব,কোষাধ্যক্ষ- মোস্তাফিজুর রহমান,আইন বিষয়ক সম্পাদক- মো: রবিউল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গাজী তানভীর, মহিলা বিষয়ক সম্পাদীকা- সাহিদা আক্তার,সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা- তুলি কমলিকা দাস,সমাজ কল্যাণ সম্পাদক- রকিব হাসান,সহ-সমাজ কল্যাণ সম্পাদক- নুরুল ইসলাম,নির্বাহী সদস্য- মো: উবাইদুর রহমান টুটুল,সদস্য- মনির হোসাইন, মুহম্মদ শাহজাহান, মো: রবিউল ইসলাম,আজিম সরদার বিপ্লব ও আহাম্মেদুল কবির।