শেখ সাখাওয়াত হোসেন,পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ও ক্রেডিট ইউনিয়ন লিঃ মিউচুয়াল সার্ভিসেস ও লাইফ সেভিংস প্রকল্পের আওতায় মৃত্যুজনিত কারনে দুই জন সদস্যের পরিবারের মাঝে। আজ শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয় থেকে বেনিফিট পরিশোধ চেক বিতরণ করা হয়।
মো. হাসিনুর রহমান সদস্য নং২৭ তার পরিবার কে দেওয়া হয় ৩,০৯,৩৫০,০০টাকা এবং মো. জসিম উদ্দিন সদস্য নং ৩০০ তার পরিবার কে দেওয়া হয় ৪১,৬০০,০০টাকার চেক।
ভাঙ্গুড়া উপজেলা সংগঠনের সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার বাবলু রেনাতোষ কোরাইয়া ডিরেক্টর খ অঞ্চল, কালব লিঃ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুনুর রহমান মিয়া জেলা ব্যবস্হাপক (পাবনা নাটোর), সিরাজগঞ্জ ও বগুড়া জেলার সহঃ ব্যবস্হাপকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক (কালব সংশ্লিষ্ট) অনুষ্ঠানটি পরিচালনা করেন কালব ভাঙ্গুড়া শাখা ব্যবস্হাপক। অনুষ্ঠানে মৃত দুই সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়।