সাখাওয়াত হোসেন, পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, বেসরকারি সংস্থা টিএসপির পরিচালক সরকার মোহাম্মদ আলী প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।