শেখ সাখাওয়াত হোসেন,পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মোছা. সুলতানা জাহান বকুলের বিজয়ের লক্ষ্যে বৃহস্পতিবার ৯ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় এক বিশেষ বর্ধিত নির্বাচনী সভা অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার।
এ সময় সকল মতবিরোধ ভুলে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য গুলশাহানারা পারভীন লিপি, জেলা পরিষদের সদস্য মো. আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. আব্দুর রহমান প্রধান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, আজাদ খান, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মমিনুল হক ও অত্র ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মোছা. সুলতানা জাহান বকুল প্রমুখ। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নৌকার পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী বৃন্দ।