পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধি◊
দুই সপ্তাহ পর ঢাকা ও কুমিল্লায় অবস্থান শেষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) নিজ এলাকা পাবনার ভাঙ্গুড়ায় ফিরলেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম জিএম সজল। সজল ভাঙ্গুড়া পৌরসভার এস আর পাড়া মহল্লার বাসিন্দা। তিনি শুক্রবার দুপুরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্ত-নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে করে বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন এমন খবরে তাকে স্বাগত জানাতে ভাঙ্গুড়া উপজেলা চির-কুমার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার সেলিম সরকার আল-জিন্দানী ও সাধারণ সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন (বি.এ) আল-চিশতীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশনে জড়ো হয় ভক্তরা। প্রিয় মানুষ সজলকে একনজর দেখতে তাদের উচ্ছ্বাসের কমতি ছিলো না।
এম জিএম সজলের ভেরিফায়েড পেজে পোস্ট করা একটি ভিডিও নিজের পেজে শেয়ার করেন শেখ সাখাওয়াত হোসেন। সেখানে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে দেখা যাচ্ছে সজলকে। তাকে স্বাগত জানিয়ে লেখেন, ‘ওয়েলকাম চেয়ারম্যান।’ সঙ্গে যুক্ত করেছেন একটি লাভের ইমোজি।
এদিকে বীমা বন্ধু হিসেবে খ্যাত এম জিএম সজলকে ফুল দিয়ে বরণ করতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশন এলাকায় হাজির হওয়া ভক্তরা তীব্র গরম উপেক্ষা করেও সজলের জন্য অপেক্ষা করতে থাকেন। স্টেশনে নেমে সজল নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেন।
নিজ উপজেলা ভাঙ্গুড়ায় ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত সজল। এ সময় তিনি অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সেই মুহূর্ত ধরে রাখতে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন এম জিএম সজল।