পাবনা প্রতিনিধি◊
পাবনার ভাঙ্গুড়ায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের
বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নাঈম হোসেন ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। নাঈম হোসেন রাজশাহীর একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম ও তার বন্ধু শিশির হোসেন মোটরসাইকেলে যোগে
ভাঙ্গুড়া থেকে চাটমোহরে যাওয়ার উদ্দ্যেশে রওনা দিলে সকাল ১১টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক নামক স্থানের রামচন্দ্রপুর
মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক সজরে ধাক্কা দেয়। মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের চাকা নাঈমের দু’ পায়ের ওপর দিয়ে চলে গেলে তিনি মারাত্মকভাবে জখম হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক শিশির হোসেন সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু: ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।