আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ৬নং বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নি কান্ডে ৫টি হিন্দু জেলে পরিবারের ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় জনসেবা (বিসিপি)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ফিরোজ মল্লিক মহোদয় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরী ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
উক্ত অনুদানের অর্থ দিয়ে ২ বান্ডিল ঢেউ টিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তুলে দেন বিসিপি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও প্রবীণ চৌকস সাংবাদিক আমিরুল ইসলাম কবির,বিসিপি পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি আফিয়া জাহান আঁখি, অর্থ সম্পাদক ফারুক মিয়া,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিজান আহমেদ। আরও উপস্থিত ছিলেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা,ইউপি সদস্য ফারুকুল ইসলাম ফারুক, ময়নুল হক সহ স্থানীয় এলাকাবাসী।
এসময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ফারুকুল ইসলাম ফারুক ও ময়নুল হক বক্তব্য রাখেন এবং বিসিপি’র উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করেন। আর এ অনুদানের এ ঢেউ টিন পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিসিপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এভাবেই একদিন বসিপি এগিয়ে যাবে দূর বহুদূর। জয় হোক মানবতার, জয় হোক সবার,জয় হোক বিসিপি’র।