সকালের কাগজ ডেস্ক◊◊
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে ঢাকা রেঞ্জ অফিসে বদলী করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে ওসি বারীকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ রয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী’কে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে বদলির আদেশ দেওয়া হলেও ওই বদলির আদেশ নানা কৌশলে বাতিল করেন ওসি আব্দুল বারী।
জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো.আব্দুল বারী যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সোনারগাঁও থানায় মামলা বাণিজ্য ও গ্রেপ্তার বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে আইজিপি বরাবর এমন কয়েকটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।