বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে নমিনেশন পেলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। আজ সকাল ৮ ঘটিকার সময় ঢাকা থেকে লঞ্চ যোগাযোগে বোরহানউদ্দিনে এসে পৌঁছলেন বোরহানউদ্দিন পৌর মেয়র জনাব রফিকুল ইসলাম। এ সময় উৎসবমুখর পরিবেশে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানানোর জন্য বোরহানউদ্দিন লঞ্চ টার্মিনালের আসেন। বোরহানউদ্দিন লঞ্চ টার্মিনালে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মিছিলের বেসে হেটে আসেন বোরহানউদ্দিন পৌরসভা পর্যন্ত। মেয়র রফিকুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে তৃতীয়বার নমিনেশন দেওয়ায় তিনি চির কৃতজ্ঞ এবং পাশাপাশি তার পৌরসভায় সামান্য অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন। মেয়র রফিকুল ইসলামের আগমনে বোরহানউদ্দিন উপজেলাবাসীর মধ্যে এক আনন্দঘন মুহূর্ত বিরাজ করছে।