বোরহানউদ্দিন প্রতিনিধি:
বোরহানউদ্দিন উপজেলার টবগী ০৪ নং ওয়ার্ডের দরগা নামক স্থানে কিছুদিন আগে এই বিরল প্রজাতির পাখি টি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। ছোট ছোট বাচ্চারা পাখিটিকে নিয়ে খেলা করে।হাওলাদার ব্রিকস ফিল্ড এর মালিক জনাব জসিম হাওলাদার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় এবং পাখিটিকে দেখে তিনি সংরক্ষণ করে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তার এস এন এস ব্রিকফিল্ডে রাখেন এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার কে বিষয়টি অবগত করেন। এলাকার লোকজন পাখিটিকে শকুন পাখি বলে দাবি করেন।০৮-১২-২০২০ ইং তারিখ বন বিভাগ পাখিটি অবমুক্ত করার জন্য ঘটনাস্থলে আসেন।এ সময় বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীব বৈচিত্র সংরক্ষণ এর ভোলা জেলা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,ভোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিট কর্মকর্তা মোহাম্মদ মুক্তাদির বিল্লা সহ অন্যান্যরা এসে পাখিটিকে চর জহিরউদ্দিন ০৩ নং ক্যাম্পে অবমুক্ত করার জন্য নিয়ে যায়।জসিম উদ্দিন হাওলাদার তিন দিন পাখিটিকে খাবার-দাবার এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিয়ে লালন পোষণ করে সুস্থ রাখার জন্য বন কর্মকর্তারা জসিম হাওলাদার কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।জসিম হাওলাদার সত্যিকারে একজন পাখিপ্রেমী এটাই তার প্রমান।