বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের একটি সংগঠন।গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সংগঠনটি নয় বছর শেষ করে দশ বছরে পদার্পণ করলো।সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া সুখ-দুঃখ বিভিন্ন বিষয়াদি দেশ ও জাতির সামনে তুলে ধরাই এ সংগঠনের মূল লক্ষ্য।সাংবাদিক নির্যাতনের সংগঠনটির ভূমিকা থাকে অপরিসীম। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন মিথ্যা মামলা-হামলা থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ ১৪ টি দাবিদাওয়া নিয়ে কাজ করে আসছে এই সংগঠন টি।তার ই ধারাবাহিকতায় অদ্য ১৫-০৭-২০২১ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বোরহানউদ্দিন উপজেলা শাখায় নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ভোলা জেলার সভাপতি বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন, বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জল হাওলাদার,সাংবাদিক মোঃ মিজানুর রহমান,সাংবাদিক সাহাজাদা আখন, সাংবাদিক সোহেল, সাংবাদিক মহিউদ্দিন আজিম,সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক হাসান তালুকদার, সাংবাদিক রুবেল, সাংবাদিক মোরশেদ আলম ভূঁইয়া, সাংবাদিক আবুল বাশার,মহিলা বিষয়ক সম্পাদিকা সাংবাদিক শিলা এবং অন্যান্য অতিথি বৃন্ধু।