বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
দেশের অন্যান্য স্থানের মতো পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে উদ্দীপনামূলক স্নোগান সম্মিলিত গ্রাফিতি একেছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার (৩১ আগস্ট) শিক্ষার্থীদের অনেকে দেয়াল পরিস্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন, কেউ দেয়ালে লিখছেন।
এসব চিত্রে দেখা গেছে ৩৬ শে জুলাই বাক স্বাধীনতার বাংলাদেশ, বল বীর চির উন্নত মম শির, মোরা ঝক্র¦ার মতো উদ্দাম, ৫২ তো ভুলি নাই ২৪ কে ভুলবো কেন? আগস্ট এমন নানান উক্তি শোভা পাচ্ছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে।
শনিবার (৩১ আগস্ট) বোদা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের স্কুলের দেয়ালে লিখনীর কাজ শুরু করেন।
তাসফিয়াহ্ ও অর্পা শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে বিভিন্ন সংগঠনের পোস্টারে দেয়াল-লিখনী ও বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার ও ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে।
এছাড়াও শিক্ষার্থী মুবাশ্বিরা মাহিয়াত সৌখিন, মিথিলা, ঐশি, তাবাসুম ও মেঘলা সহ আরো অনেকেই দেখা গেছে বোদা গার্লস স্কুল এন্ড কলেজের দেয়ালে পেন্টিং করতে।
এছাড়াও শিক্ষার্থী মুবাশ্বিরা মাহিয়াত সৌখিন, মিথিলা, ঐশি, তাবাসুম ও মেঘলা সহ আরো অনেকেই দেখা গেছে বোদা গার্লস স্কুল এন্ড কলেজের দেয়ালে পেন্টিং করতে।
Tags: বোদায়