নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা। গতকাল (৮ আগস্ট) সোমবার সকালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধার্ঘ অর্পণে অংশ নেন সহ-সভাপতি আব্দুল আলীম বেপারী, ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির শিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, সম্পাদক মন্ডলীর সদস্য কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, আহম্মদউল্লাহ জুয়েল, ফয়সাল আহসান উল্লাহ, রফিকুল আলম গাফ্ফারী রাসেল ও আনোয়ার পারভেজ টিংকু প্রমূখ।