আব্দুল হালিম নিশাণ♦♦
রাজধানীর গেন্ডারিয়া সূত্রাপুর লোহারপুল জহির রায়হান হল অডিটোরিয়ামে ‘বুকভরা ভালোবাসা, নাটকে খলনায়ক চরিত্রে সেরা পারফরমেন্স হিসেবে পুরস্কৃত হয়েছেন অভিনেতা ডিএইচ রানা ।
গত (১লা ডিসেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে রুবেল হোসেন টুকুর ‘রচনা ও পরিচালনায়’ বুকভরা ভালোবাসা নাটকে ব্যাপক সাড়া জাগিয়ে তুলছিলেন অভিনেতা রানা।
উক্ত মঞ্চ অভিনেতা ডিএইচ রানাকে সম্মাননা স্মারক বা পুরস্কৃত করলেন যারা,তারা হলো : বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক জনাব মোঃ রুবেল হোসেন টুকু,পরিচালক জনাব ওয়াহিদ মুরাদ,চিত্র নায়িকা বিষ্টি মনি ও রোমানা আক্তার পুতুল।