রাজিবুল হাসান,ঢাকা থেকে◊◊
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে শিখা চিরন্তনে আলোক শিখা প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী কর্মসূচি শুরু করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরনে আজ (১ ডিসেম্বর) বিজয় মাস ডিসেম্বরের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের মধ্যে দিয়ে মাসব্যাপী এক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আলোক শিখা প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদনে অংশ নেওয়া হয়।
এ কর্মসূচি’তে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি সমাগম দেখা দিয়েছে।