আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের পরিবারের উপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল (১১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক ওয়ারেছুর রহমান মন্টু,যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র সাহা সহ নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ৷
বক্তারা,বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সেই সাথে হামলাকারী দাঙ্গাবাজ তুফান ও রিফাতকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান৷
উল্লেখ্য,গত ১৩ই জুলাই পলাশবাড়ী প্রেসক্লাবের সামনে তুফান ও রিফাত বাহিনী তার দলবল নিয়ে অতর্কিতভাবে বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের বৃদ্ধা স্ত্রী সহ তার পরিবারের উপর হামলা করে৷ এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মামলা করলেও দীর্ঘ ১মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই হামলাকারীদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীরা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচারপ্রত্যাশা করে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।