জহিরুল আলম পিলু♦♦
বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী ও জুরাইনে অসহায় দুস্থ মহিলাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ (১২ মে) রোববার বেলা সাড়ে ১১ টায় যাত্রাবাড়ী ও দুপুর একটায় জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম তিন শতাধিক অসহায় দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম বলেন, মাননীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে দুস্থ মায়েদের অন্তত একবেলা ভাল খাবার খাওয়াতে পারি। সে উপলক্ষে এই আয়োজন।
মানবিক পুলিশের উদহারণ টেনে তিনি বলেন, পুলিশ হবে মানবিক। অন্তত একবেলা মায়েদের ভাল খাবার খাওয়ানোর মধ্য দিয়ে এই যাত্রা শুরু হলো। প্রতিবছর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
খাবার পেয়ে প্রায় ৭০ বছর বয়স্ক হাজেরা খাতুন বলেন, অনেকদিন ধরে ভালো খাবার খেতে পারি না। তাই খাবার পেয়ে খুব ভালো লাগছে।
প্রায় ৬০ বছর বয়স্ক মহিলা প্রতিবন্ধী আমেনা বেগম বলেন, পুলিশের এই মানবিক কাজে সত্যি অবাক হয়েছি। এজন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতি: উপ-পুলিশ কমিশনার ইশরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস,ও তানজিল আহমেদ, যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পবিত্র বিশ্বাস, জুরাইনের ইসমাইল হোসেন ও পোস্তাগোলার মুনীর আহমেদ সহ অন্যান্য অফিসারবৃন্দ।