নিজস্ব প্রতিবেদক◊◊
বিশ্বব্যাপী সম্প্রীতি,সৌহার্দ্য ও শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলা বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট লেখক ও ব্যাংকার ড. আবু তাহের, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি ও সংগঠক কাজী নূর।
গতকাল শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভারতের বিশিষ্ট কবি ও সংগঠক রবিন পান্ডের স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠনের সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
* সহ-সভাপতি -সালাম মাহমুদ , সম্পাদক ও প্রকাশক , সাপ্তাহিক অর্থকাল ,ঢাকা।
* সহ-সভাপতি -বকশী ইকবাল আহমদ , সম্পাদক , দৈনিক বাংলার দিন , মৌলভীবাজার।
* সহ-সভাপতি -চৌধুরী ইসফাকুর রহমান কোরেশী ,লেখক ও ব্যাংকার ,সিলেট।
* সহ-সভাপতি -মোঃ ইসলাম উদ্দিন ,লেখক, মানবাধিকার সংগঠক ও শিক্ষাবিদ ,সিলেট।
* সহ সাধারণ সম্পাদক -লায়ন মোঃ আবুল খায়ের খান ,সংগঠক ও লেখক ঢাকা।
* সহ সাধারণ সম্পাদক -লায়ন সালেহ আহমদ , শিক্ষক ,কবিও সংগঠক,তারাব ,রুপগঞ্জ , নারায়নগঞ্জ।
* সহ সাধারণ সম্পাদক-অবিনাশ আচার্য ,কবি , শিক্ষক ও সংগঠক , শ্রীমঙ্গল।
* সহ সাধারণ সম্পাদক-সাজু কবির ,কবি ,লেখক , সম্পাদক ও সংগঠক , রংপুর।
* সহ -সাধারণ সম্পাদক-দীপ্তেন্দু দাশ কাজল ,কবি ও লেখক, মৌলভীবাজার।
* সহ -সাধারণ সম্পাদক -শ ম দলোয়ার জাহান, প্রতিষ্ঠাতা ও সভাপতি , ডাকবাংলা সাহিত্য একাডেমি ,কালকিনি , মাদারীপুর।
* সাংগঠনিক সম্পাদক -আয়শা আক্তার সাথী , শিক্ষক ও কবি ,বরগুনা।
* সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল ইসলাম, সাংবাদিক,কবি ও আবৃত্তিকার, গাজীপুর , বাংলাদেশ
* সাংগঠনিক সম্পাদক -অধরা আলো ,কবি,সংগঠক ও সাহিত্যিক,ঢাকা।
* সাংগঠনিক সম্পাদক -নয়ন লাল দেব ,কবি ও লেখক , মৌলভীবাজার।
* সাংগঠনিক সম্পাদক -রাজু আহমদ ,লেখক ও সাংবাদিক ,সিলেট।
* আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -এড ,সৈয়দ মাইনুদ্দিন জুনেল,লেখক ও সংগঠক , নিউইয়র্ক , আমেরিকা।
* আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -সৈয়দ রুহুল আমীন,কবি , ম্যানচেস্টার , যুক্তরাজ্য।
* আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -এড,সঞ্জয় কান্তি বিশ্বাস,সংগঠক ও মানবাধিকার কর্মী ,কানাডা।
* প্রচার সম্পাদক -মোঃ আবুল কালাম আজাদ ,সংগঠক ও প্রধান শিক্ষক , মৌলভীবাজার।
* প্রকাশনা সম্পাদক -মিজানুর রহমান,মাটি প্রকাশন,ঢাকা।
* দপ্তর সম্পাদক -রবিউল হাসনাত সজল ,কবি , গবেষক ও গল্পকার ,যশোর।
* তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মোঃ মেরাজ চৌধুরী ,লেখক ও সংবাদকর্মী , মৌলভীবাজার /ঢাকা।
নির্বাহী সদস্যগণ হলেন-
* মোঃ মুশফিকুর রহমান ,কবি ও লেখক,ঢাকা ।
* নূরজাহান আরা নীতি ,কবি , আবৃত্তিকার ,সংগঠক ,যশোর।
* বিলকিস আক্তার সুমি , সাংবাদিক ,সিলেট।
* সোনিয়া সুলতানা চাপা ,কবি , যশোর।
* মোঃ রোমান আহমদ , সাংবাদিক , মৌলভীবাজার।
* শেখ আব্দুল কাদির কাজল , সাংবাদিক , হবিগঞ্জ।
* তাকবির হোসাইন মান্না , সম্পাদক ,কালের কণ্ঠ
শুভ সংঘ,
* রুবিনা বেগম , সমাজকর্মী , মৌলভীবাজার।
* আবুল খায়ের – কবি, কলামিস্ট, প্রাবন্ধিক ও সম্পাদক ,ঢাকা , বাংলাদেশ।
* জহর লাল দত্ত ,সম্পাদক ,সুজন-সুশাসনের জন্য নাগরিক , মৌলভীবাজার , বাংলাদেশ
* মোঃ বদরুল ইসলাম, কমলগঞ্জ , বাংলাদেশ।
নির্বাচিত কমিটিকে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।