ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতে ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে সকল মুসলিম উম্মাহ।
শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পরপরই এ কর্মসূচিতে উপজেলার আলেম-উলামাসহ শত শত নবিপ্রেমী জনতা পৌরসভা এলাকার আজাদমোড় গাইবান্ধা স্ট্যান্ডে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এরপরে সকল মুসল্লিরা প্রতিবাদ স্বরূপ একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও গাইবান্ধা মোড়ে এসে সমাপ্ত করেন।
কর্মসূচিতে মুসলিম উম্মাহর বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবি হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি মহব্বত রয়েছে। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত অনিশ্চিত সেই নবীর অপমান কোনো মুসলমান মেনে নেবে না। তাই ভারতে সম্প্রতি সময়ের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম উম্মাহ ফুঁসে উঠেছে। ভারতকে এবিষয়ে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
শেষে মুসলিম উম্মাহর সকল বক্তারা বাংলাদেশ সরকার সহ সকল মুসলিম ভাই-বোনদেরকে এর প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।