আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. এ. আর. খান, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ লিবারেল গ্রীন পার্টির সভাপতি কে. সি. মজুমদার (খোকন), জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত, নারী নেত্রী এলিজা রহমান, কেন্দ্রীয় নেতা নকীব হক প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গত ৬ অক্টোবর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান কে জনাব প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। গুরুতর দুর্নীতি অভিযোগ ওঠা এই সচিবকে স্থায়ীভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শুধু ওএসডি করা সঠিক সাজা নয় বলে আমরা মনে করি। শুধু আবু হেনা মোর্শেদ জামান নয় এমন হাজারো উচ্চ পদস্থ কর্মকর্তা—কর্মচারীরা বিগত সরকারের সময়ে দুর্নীতি—লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে এবং বিপ্লবী সরকারের সুফল দেশের সর্বস্তরে পৌঁছে দিতে বিভাগ ওয়ারী উপদেষ্টা নিয়োগ করতে হবে। পাশাপাশি সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার অন্তর্বর্তীকালীন সরকারের সকল দলের সাথে সংলাপের আহ্বান জানাচ্ছি।