সুপার স্পেশালইজড হাসপাতালে আজকের ৩২তম কিডনী ট্রান্সপ্ল্যন্টের দাতা হলেন নোয়াখালী জেলার বাসিন্দা ৫০ বছরের কোহিনুর বেগম। কিডনী গ্রহীতা হলেন ঢাকা জেলার ৪৮ বছর বয়স্ক সাহারা বেগম। কোহিনুর বেগম হলেন সাহারা বেগমের ফুফু। সকাল ৮টায় শুরু হওয়া এই প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় দুপুর ৩টায়। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনী প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লক্ষ টাকা। প্রতিবেশী দেশে গিয়ে এই কিডনী প্রতিস্থাপন করতে হলে ব্যয় হবে নূন্যতম ২৫ লক্ষ টাকা।
এসময় বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, দেশেই বিশেষ করে বিএসএমএমইউতে স্বল্প ব্যয়ে কিডনী প্রতিস্থাপনের উন্নত সেবার সুযোগ সুবিধা রয়েছে, অতিরিক্ত অর্থ ব্যয় করে কিডনী প্রতিস্থাপনের জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন নাই।
কিডনী দাতার সার্জিক্যাল টিমে ছিলেন, অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল ইসলাম দিপু, সহকারী অধ্যাপক ডা. মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. আকতার কামাল পারভজ, ডা. মোঃ সুলতান উদ্দিন। কিডনী গ্রহীতার সার্জিক্যাল টিমের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, সহকারী অধ্যাপক ডা, মোঃ রফিকুল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম খন্দকার, ডা. শেখ ইমরান মোহাম্মদ, ডা. মাশরুরা রহমান বর্ষা। পারফিউশন টিমে ছিলেন ডা. মামুন উর রশিদ আল মামুন, ডা. মোঃ আশরাফুর রহমান।