নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।গতকাল শনিবার(২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করা হয়। এ সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ডিসিএনই ওমর ফারুক ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের বার্তা সম্পাদক দীপ আজাদ।
বাকী প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছেন- সহসভাপতি মধুসুধন মণ্ডল, যুগ্ম-মহাসচিব শেখ মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল
এবং দপ্তর সম্পাদক পদে সেবিকা রানী। চার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শেখ নাজমুল হক সৈকত, নুরে জান্নাত আক্তার সীমা, ডঃ উৎপল কুমার সরকার ও উম্মুল ওয়ারা সুইটি। এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন উম্মুল ওয়ারা সুইটি,তার প্রাপ্ত ভোট ১০২২। এই নির্বাচনে এটিই সর্বোচ্চ ভোট।
জানাগেছে, গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯৮০ জন।
তবে প্রতি বছরের ন্যায় বিএফইউজে’র এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।