মাসুম বিল্লাহ, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে হেরোইন এবং গাঁজাসহ শাহীন মিয়া (৩২) নামের এক মাদকসেবী ও ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। সে স্থানীয় মৃত রমিজউদ্দিনের ছেলে। সোমবার(০২আগষ্ট) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার কাশীল ইউপি’র বাথুলী পূর্বপাড়ায় তার নিজ বাড়ি থেকে এসআই আজাহারুল ইসলামের নেতৃত্বে বাসাইল থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দির্ঘদিন যাবত মাদক সেবন এবং ব্যাবসার সাথে জড়িত শাহীন। সম্প্রতি নিজ এলাকায় মাদক ব্যবাসা শুরু করার চেষ্টা করে সে। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ১.১৪ গ্রাম হেরোইন এবং ১৭ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এঘটনায় এসআই আজাহারুল ইসলাম বাদী হয়ে বাসাইল থালায় একটি মামলা (২রা আগষ্ট মামলা নং ০১) দায়ের করেছেন।বাসাইলে মাদকসহ ব্যাবসায়ী গ্রেফতার