সম্রাট আকবর, রামগঞ্জ থেকেঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর সারাদেশে তৃতীয় ধাপে অনুষ্ঠিত করা হবে। রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চলছে নির্বাচনী আমেজ।এই উপজেলার উল্লেখযোগ্য ইউনিয়ন হচ্ছে ৩নং ভাদুর ইউনিয়ন। অত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে ৩নং ওয়ার্ডকে ধরা হয়।এ ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন ৩জন প্রার্থী।
এবিষয়ে ওয়ার্ডের বাসিন্দা আলমগীর চৌধুরী জানান, আমরা একজন শিক্ষিত,সৎ এবং নীতিবান জনপ্রতিনিধি চাই। সেইদিক থেকে সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম বাবলুই তিনজন প্রার্থীর মাঝে সেরা।
তিনি আরো বলেন, বিগত পাঁচ বছর বাবলু মেম্বার এই এলাকার মানুষের সুখে-দুখে সবসময় তাদের পাশে থেকে সেবা প্রদান করেছে।আমরা যখনি তারকাছে যেতাম শত ব্যস্ততার মাঝে ও বাবলু আমাদের কাজ করে দিতো এবং আমরা এলাকার যেকোনো প্রয়োজনে ডাকা মাত্রই সে আমাদেরকে সময় দিতো।তাই আগামী ২৮ নভেম্বর আমরা সবাই আপেল মার্কায় ভোট দিয়ে বাবলুকে পুনরায় ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করেই ঘরে ফিরবো।
৩নং ওয়ার্ডের মহিলা বাসিন্দা সুমি বলেন, বাবলুর কাছে দিন রাত সমান।বিপদের সময় মেম্বারকে যখনি ফোন দিতাম অথবা ডাকতাম নিজের কাজ ফেলে ছুটে চলে আসতেন।ওনার কাছে সেবার জন্য গেলে,আন্তরিকতার সাথে আমাদের সেবা দিতো এবং সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করতেন।তাই আমরা এলাকাবাসী আবারো বাবলুকে ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করবো।
মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম বাবলু বলেন, আমি মেম্বার হলে এই ওয়ার্ডকে ভূমিদস্যু,মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত ওয়ার্ড ঘোষনা করবো। সকল কাজ এলাকাবাসীর পরামর্শ অনুযায়ী করবো। এলাকার মুরব্বিদের দিয়ে পঞ্চায়েত কমিটি গঠন করে দিব। ওনারা এলাকার যেকোনো সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এলাকার যেকোনো উন্নয়নে আমাকে পরামর্শ দিবেন।এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতার জন্য সকলের সমন্বয়ে কমিটি গঠন করবো যাতে করে আমার এলাকার গরীব মানুষেরা কোনোভাবে জীবনযাপনে সমস্যার সম্মুখীন না হয়।