আন্তর্জাতিক ডেস্ক:
গতকাল ২২ এপ্রিল রাত ৮ টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ৩৪ তম ম্যাচে খেলতে নামে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস।রাজস্থান প্রথমে ব্যাট করতে নেমে বাটলারের ঝোড়ো সেঞ্চুরিতে ২ উইকেটের বিনিময়ে ২২২ রান করে।মাত্র ৬৫ বল খরচ করে ১১৬ রান করে,তার ইনিংসে ৮টি ছয় এবং ৮টি চার মেরেছেন তিনি।প্রথমে একটু ধীর গতিতে খেললেও পঞ্চম ওভারের পর থেকে স্বমহীমায় ফিরতে শুরু করে এই বিধ্বংসী ব্যাটসম্যান।
এই আইপিএলে জস বাটলার কী করতে পারেন তা ভাবতেই ভয় লাগে। শুধুমাত্র এই মৌসুমেই ইতিমধ্যে সর্বাধিক রান, সর্বাধিক শতরান, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, সর্বাধিক চার, সর্বাধিক ছক্কা… অনেক কীর্তি গড়েছেন, একটি নাম: জস বাটলার।
চলতি মৌসুমে সাত ম্যাচে ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরি রয়েছে তার। আইপিএল ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের দখলে, যিনি খেলেছেন ১৪১টি ইনিংসে ছয়টি শতরান। পরের সেরা প্রাপ্তি বিরাট কোহলির, যার ২০৬ ইনিংসে পাঁচটি। তালিকার যৌথ-তৃতীয় স্থানে থাকা বাটলারের মাত্র ৭১টি আইপিএল ইনিংসে চারটি সেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসন, যাদের প্রত্যেকে চারটি সেঞ্চুরি রয়েছে, তারা যথাক্রমে ১৫৫ এবং ১৪১ ইনিংসে পেয়েছেন ।
তাহলে এবারের আইপিএল বাটলারময় হতে চলেছে?সাত ম্যাচেই তার রান ৪৯১,কে বলতে পারে এবার আইপিএলে তার রান ১০০০+ হবে না।
২০১৫ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান।ইংল্যান্ড প্রথমবারের মতন ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয়।সেবার পুরো বিশ্বকাপজুড়ে এমনকি ফাইনাল ম্যাচের সুপার ওভারেও চমৎকার খেলে দলকে প্রথমবারের মতন বিশ্বকাপ এনে দেন।
এর পর অ্যাশেজ,বিভিন্ন সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও দূর্দান্ত খেলেছেন জস বাটলার।
এখন আইপিএল এ সবচেয়ে বড় নাম জস বাটলার।
পুরো আইপিএলে বোলিংদের চিন্তার বিষয় একমাত্র জস বাটলার।দেখা যাক কতদূর গিয়ে থামে জস বাটলারের রান উৎসব।