দাবিগুলো হচ্ছে (১) শিক্ষিত প্রশিক্ষিত করোনাকালীন চাকুরিচ্যুত বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ দিতে হবে (২) বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর খরচ কর্তনের ব্যবস্থা রাখতে হবে (৩) চাকরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে। (৪) চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। চাকরিতে আবেদনের ফি মওকুফ করতে হবে।
যুব শক্তির প্রধান সমন্বয়ক হানিফ বাংলাদেশী ও যুব শক্তির সভাপতি জিয়াউর রহমান যৌথ বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারণ করেছে। করোনা মহামারিতে সে সমস্যা আরো প্রকট আকার ধারন করেছে। বিভিন্ন সংগঠনের জরিপে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও শিক্ষিত প্রশিক্ষিত চাকরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবন যাপন করছে।
নেতৃদ্বয় বলেন, আসন্ন বাজেটে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন তাদের প্রতিষ্ঠান সংগঠনের পক্ষে বাজেট বরাদ্দ চায়। কিন্তু এই বিশাল বেকার যুবকদের পক্ষে কেউ কথা বলছেনা। বাংলাদেশ যুব শক্তি বিভিন্ন সময়ে বেকার যুবকদের অধিকার নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। বিভিন্ন জেলায় জেলায় বেকার যুবকদের হাহাকার নিয়ে সভা সমাবেশ মানববন্ধন করেছে।