নিজস্ব প্রতিবেদকঃ
বাংলার বর্ণমালা অ-আ ও ক-খ শহীদদের রক্তে মাখা তুলির আচরে লেখা এক মহান স্বাধীনতা। সবুজে ঘেরা রক্তে মাখা স্বাধীন পতাকা, বৃত্তে এক রক্ত্যঞ্জলি শুধুই স্মৃতিতে গাথা অ¤øান। বাংলা শহীদের স্মৃতিচারণ উদ্বেলিত শহীদ মিনার। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর স্মরণে! এক সোনার বাংলায় গভীর বিন¤্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বাংলাদেশ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রনি।
১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। রক্তেঝরা! স্মৃতিকল্প প্রাণের শহীদ মিনারটি আজও কাঁদে, বাংলার বীর শহীদদের দামাল ছেলেদের জন্য। বাঙালি জাতির প্রতি বছরের ন্যায়। স্মৃতিতে গাথা এক অবিস্মরনীয় জাতির পিতা। বঙ্গবন্ধুর স্মরণে- এদেশের যুদ্ধাহত বীর সেনারা “রফিক, সফিক, সালাম বরকতসহ নানা যানা অযানা শহীদদের স্মরণে। অমর এক অবিচল বাংলার রূপতত্ত¡ ফিরে পেঁয়েছে সাড়ে ষোল কোটি বাঙালি জাতির ভাষার প্রয়াসে।
জানাগেছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী ও বঙ্গবন্ধুর আদর্শের মেধাবী তুখোর ছাত্র নেতা ফয়সাল আহমেদ রনি, সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে ব্যাপক ভুমিকা রেখেছেন। ছাত্রলীগ নেতা হিসেবে দলের ভাবমূর্তি অনেক অংশে বিরল দৃষ্টান্ত রেঁখেছেন। সদা মানুষের কল্যাণের জন্য, ব্যক্তি বিশেষ (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। ক্ষুদার্থদের মাঝে খাদ্য বিতড়ণ ও ব্যক্তি তহবিল থেকে অর্থ প্রদান করেন মহানগরের প্রতিটি শহরে তিনি।
ছাত্রলীগ সূত্রমতে জানাগেছে, ফয়সাল আহমেদ রনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগে যোগদান করে, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সম্পাদক পদ মর্যাদা হিসেবেও দীর্ঘ বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। এখন তাঁকে পুন:রায় ছাত্রলীগের কৃতিত্তে¡র সাথে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পদ-মর্যাদায় ভূষিত করেন তাঁকে।
আরও জানাগেছে, ফয়সাল আহমেদ রনি একজন অনেক সাদামাটা মনের মানুষ বটে। তারুণ্যে অহংকার উজ্জল নক্ষত্রও বটে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ রনি বলেন, ১৫ আগস্টের এই দিনে বঙ্গবন্ধুর সপরিবারকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। যারা আমাদের দেশের ঘাতক যুদ্ধাপরাধীরা এই বাংলার মাটিতে হত্যা করেছেন। তাঁদের আবার এই বাংলার জমিনে অভিযুক্তদের ফাঁসির কার্যকর করা হয়েছে। এবং বাকী হত্যা কারীদেরকেও অচিরেই ফাঁসির কার্যকর করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আমি ব্যক্তি জীবনে বেঁচে থাকা পর্যন্ত, বঙ্গবন্ধুর আদর্শের রূপ বুকে ধারণ করে দলের পক্ষে কাজ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরিবারের রক্তে মাংসে গড়া জীবন। জীবনের পথচলার মাঝে যত প্রকার বাধা বিঘœতা আসুক না কেন। বঙ্গবন্ধুর হাল ছাড়বোনা বলে জানান তিনি। রনি বলেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবেও দীর্ঘ বছর দায়িত্ব পালন করে ছিলাম। কিন্তু এখন আবারও আমাকে দলের কর্তৃপক্ষ তাঁদের পছন্দ মতে মহানগরের সহ-সভাপতি পদে আমাকে নির্বাচিত করেছেন বলে জানান।