ডেমরা প্রতিনিধি।।
বেসরকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন। গতকাল (২০ মে) শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাষ্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: শাহজাহান আলম শাজু। এ সময়ে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান আহমেদ, মেহেদী হাসান সরকার, ফিরোজ আলম, কে,এম শামীম, এলিন তালুকদার প্রমূখ। বক্তারা বলেন শিক্ষা ছাড়া কোন জাতির অগ্রগতি সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিণির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষাখাতে সবচেয়ে বেশী বরাদ্দ প্রয়োজন। বক্তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর নিকট মোট ৭টি দাবী উল্লেখ করে বক্তব্য রাখেন। দাবীগুলো হলো : বেসরকারী শিক্ষকদের পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান, আলিম ফাজিল ও কামিল মাদরাসার প্রভাষকদের ৮ বছর পূর্তিতে ৫০ পার্সেন্ট হিসেবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান ও ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, বেসরকারী শিক্ষকদের বদলী প্রথা চালু, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তকরন ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করন, মাদ্রাসা প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান, মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয় করন।