এস.কে মাসুদ রানা, যাত্রবাড়ী থেকেঃ
গতকাল (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার যাত্রাবাড়ী আমজাদ ভিলা ৫১ নং মীর হাজীরবাগ আলহাজ্ব মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ প্রবাসী লীগের প্রথম সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ প্রবাসী লীগের আহবায়ক কমিটি অনুমোদন করায় প্রথমেই মমতাময়ী মা , দেশরত্ন জননেত্রী বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি সর্বদা অনুগত থেকে সকল কার্যক্রম করা এবং নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় । আলোচনা সভায় নবগঠিত আহবায়ক কমিটির কার্যক্রমের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করে একটা অফিস নেওয়া| এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিত্বে মাল্য দান করার তারিখ নির্ধান সহ বিশদ আলোচনা করা হয় । সভায় পরিচালনা করেন বাংলাদেশ প্রবাসী লীগ আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব হাজী মাসুদ খাঁন । প্রথমেই পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু করা হয় । অনুস্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জালালউদ্দিন , যুগ্ম আহবায়ক এ কে এম খালেকুজ্জামান ( জামান ভূঁইয়া), নূরে আলম স্বপন , মোঃ ফিরুজ হাওলাদার , লিটন হাওলাদার , ডাঃ তাইজুল ইসলাম , এডঃ রাশিদা পারভীন , আবুল খায়ের মুন্সি সহ আরো অনেকে । বক্তারা সবাই প্রবাসীদের সার্বিক দিক সহ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল প্রচেস্টা গ্রহন করার অনুরোধ জানানো হয় ।