বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে মাননীয় প্রধান বিচারপতির আইনী মতামত গ্রহণপূর্বক সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে ও সমঝোতা প্রস্তাব সদয় বিবেচনাপূর্বক বিদ্যমান জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সংকট উত্তোরনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি উত্তোরণে সংশ্লিষ্ট সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংলাপ এখন সময়ের দাবি। এ ব্যাপারে একমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীই উদ্যোগ গ্রহণ করতে পারেন। ফলে দ্রুত সংকট উত্তোরণে সহায়ক হবে এবং আমরা আশাকরি সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে।
সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের মুখপাত্র ও বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট মুহুর্তে ঐক্যের কোন বিকল্প নেই।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও হিউম্যানিস্ট পার্টির মহাসচিব ড. সুফি সাগর সামস্, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার আন্দোলন এর চেয়ারম্যান খাজা মহিবউল্লাহ্ শান্তিপুরী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মোঃ মনিরুজ্জামান স্বাধীন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক কালী পদ চক্রবর্তী, বাংলাদেশ জাস্টিস পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন কবির রাশেদ, মানবাধিকার আন্দোলন এর মহাসচিব অধ্যাপক নোমান চৌধুরী সহ বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের ও বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।