প্রকাশ সরকার সুমন :
মুক্তিযুদ্ধের দীপ্ত চেতনায় আমরা চলেছি অবিরাম এ স্লোগনকে সামনে রেখে বাংলাদেশ গ্রামীণ থিয়েটারের কার্যকরী পরিষদ নতুন ভাবে গঠন করা হয়েছে। এড. মো: মিজানুর রহমানকে সভাপতি ও মো: আবদুল্লাহ আল-মামুনকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ গঠন করা হয়। এ উপলক্ষে সংগঠনের আয়োজনে ১ জানুয়ারী শনিবার সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা, সংগীত ও নাটক মঞ্চস্থ হয়েছে। রঞ্জন দেবনাথের রচনায় এবং শেখ হাসান মহারথীর নির্দেশনায় সামাজিক গল্প নির্ভর ”শশীবাবুর সংসার নাটকে অভিনয় করেছেন কাজী লিটন,জগলুল হায়দার, আবদুল্লাহ আল মামুন,আলো আক্তার তৃষা,সালমা নার্গিস, মাষ্টার স্বাধীন, বাপ্পি সাইফ, হাবিবুল্লাহ রিপন, আমিনুল ইসলাম,নিশি আক্তার,সালে আহম্মেদ ঢালী, বনশ্রী অধিকারী,আনোয়ার হোসেন ও পাপ্পু। সংগঠনের সভাপতি এ্যাড, মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি সালাউদ্দিন বাদল। অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রামীন থিয়েটারের প্রধান উপদেষ্টা সুভাষ গুহ রায়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নাট্যকার ও নাট্য নির্দেশক কবি আল মঞ্জুর, নাট্যকার ও নাট্য নির্দেশন মতিউর রহমান রানা, নাট্যকার ও নাট্য নির্দেশক লুৎফর রহমান ভূইয়া, খন্দকার আনোয়ারুল ইসলাম, মানস বোস বাবুরাম, কমল সরকার, উৎপল কুমার ঘোষ, কবি হানিফ খানসহ সংগঠনের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ গ্রামীন থিয়েটার একটি স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন। নাটকের মাধ্যমে দেশবাসীকে বিনোদন ও সুশিল সমাজ গঠনে মৌলিক বার্তাসমূহ প্রদান সহ সাংস্কৃতিক চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।। বক্তার আরও বলেন দেশ গড়ার কাজে নাট্যকর্মী বা শিল্পীদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা সকলে মিলেমিশে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়বো এটাই হোক আমাদের অঙ্গীকার।