ডেমরা প্রতিনিধি।।
বাংলাদেশ অবসারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জুন) শনিবার সকালে ঢাকা তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আবুল বাসারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এম,এ সিদ্দিক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মো: আমান উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক শ্যামল কান্তি ঘোষ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ইন্দুভোষন দেব, বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান সমন্বয়কারী কাজী আ, কা, ফজলুল হক। এ সময়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবী উল্লেখ করে বক্তারা বলেন অবসরপ্রাপ্ত অধিকাংশ প্রাথমিক শিক্ষক শারীরিক ভাবে অসুস্থ বিধায় নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে হয়। বর্তমানে পেনশন প্রাপ্ত প্রত্যেক প্রাথমিক শিক্ষক এক হাজার পাঁচ শত টাকা এবং ৬৫ বছরের ঊর্ধ্বে দুই হাজার পাঁচশত টাকা মেডিকেল ভাতা পান। প্রয়োজনের তুলনায় এ ভাতা খুবই অপ্রতুল। তাই বৃদ্ধ বয়সে শিক্ষকদের শারীরিক অবস্থা চিন্তা করে মেডিকেল ভাতা বৃদ্ধি করে দুই হাজার পাঁচ শত এবং ৬৫ বছর হলে পাঁচ হাজার ও ৭০ বছরের উর্ধে হলে দশ হাজারে উন্নতি করার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাচ্ছি। তারা আরও বলেন বাংলাদেশের সকল সরকারী কর্মকর্তা- কর্মচারীর মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত। বাকী তিন ভাগের দুই ভাগ ২৮ বিসিএস
ক্যাডার রয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য কোন বিসিএস ক্যাডার নেই। অথচ প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। বর্তমানে প্রাথমিক শিক্ষায় অনেক প্রতিভাবান শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। ক্যাডার হলে প্রাথমিক শিক্ষার বিশাল কর্মপরিধিতে ভবিষ্যতে আরও প্রতিভাবান ও উচ্চ শিক্ষিত ব্যক্তিগন যোগদানে উৎসাহিত হতেন। তাই প্রাথমিক শিক্ষার এ ব্যাপক কর্মকান্ডের স্বার্থে প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন করা প্রয়োজন বলে মনে করে তারা বলেন যে সকল অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক পেনশন শতভাগ সারেন্ডার করেছেন তাদের জন্য সরকার ১৫ বছর অতিবাহিত হওয়ার পর পেনশন পূর্ণচালু করার সিদ্ধান্ত প্রদান করেছেন। সে মোতাবেক ১৫ বছরের স্থলে ৮ বছর পর পেনশন পূর্ণ নির্ধারনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি। বক্তব্য শেষে মো: আবুল বাসারকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মো: আবুল হাশেমকে সহ-সভাপতি, এম,এ সিদ্দিক মিয়াকে সাধারন সম্পাদক এবং মো: মোশারফ হোসেন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, করে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।