নিজস্ব প্রতিবেদকঃ
গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ৩ টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়স্থ শিল্পচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। তিনি বলেন জাতির পিতার শ্লোগান বাংলার প্রতিটি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে। জাতির পিতার এই শ্লোগানে উজ্জীবিত হয়ে বাংলার কৃষক, শ্রমিক, কামার,কুমার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করে। তিনি বলেন কৃষিই একমাত্র ভিত্তি এই চরম সত্যটা জানতেন পিতা মুজিব। তাঁর জ্ঞানের গভীরতা দিয়ে অনুধাবন করার মধ্য দিয়ে কৃষি শিক্ষায় উৎসাহিত করতে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারী কৃষিবিদদের প্রথম শ্রেনীর মর্যাদা দিয়েছেন। টেকসই কৃষি ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছেন। শ্মশানের বাংলাকে সোনার বাংলায় পরিণত করবে কৃষকরাই। কৃষি শিক্ষায় মেধাবী ছাত্রদের প্রতিযোগীতা বৃদ্ধি পেয়েছে। চাকুরির ক্ষেত্র তৈরী হয়েছে। জাতির পিতার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্তে ব্যাপক অবদান রাখছে। জাতির পিতার এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করে আসছি। জাতির পিতা এদেশের কৃষকদের ভালোবাসতেন। সেজন্য কৃষকরাই সবসময় অবদান রেখেছে। যারা অপরাজনীতি করে, অস্থিতিশীল করতে চায়! ধ্বংস করতে চায়! সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করে যেন তেন উপায়ে ক্ষমতায় যেতে চায়! আসুন আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদৃঢ় ঐক্য গড়ে তুলি। আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা। আমরা কৃষিবিদরা মানুষের জন্য কাজ করতে চাই। জাতির পিতা আমাদের আদর্শ। আমরা শিক্ষক, ছাত্র, কৃষককে ভালোবাসি। জাতির পিতা আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের হৃদয় জয় করতে হয়। ঐক্য, সততা,দৃঢ়তাই পারে জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। বিএনপি জামাত অরাজকতা সৃষ্টি করে, বাংলাদেশের কতিপয় অপরাজনৈতিক তালেবানি ভূত স্বপ্ন দেখে! হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তালেবানি ভূত এদেশে আসতে পারবে না। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়া হবে। আমাদের লড়াই অব্যাহত গতিতে চলবে। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বোই। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, মূখ্য আলোচক বা কৃ বি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম, সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ও বা কৃ বি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন বা কৃ বি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্র চন্দ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা সবুজ গাজী, মিয়া মোঃ রুবেল। উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক ক্ষিতিষ দেবনাথ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব কৃষিবিদ মোবারক হোসেন, প্রফেসর জাকির, কৃষিবিদ অধ্যাপক রফিক, সাবেক কিংবদন্তি ছাত্রনেতা, সাবেক ভিপি কৃষিবিদ আব্দুস সালাম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র, সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ, স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।