আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিশুদহ টু নয়নপুর মুখী করতোয়া বাঁধের ৭৪ টি গাছ কি গোপনে টেন্ডার হলো..? টেন্ডার হলেও কোনো প্রচার প্রচারণা কেউ জানলো না এটা কেমন কথা হলো..
মূল ডাককারী নিজে গাছগুলো না কেটে তিনি বিক্রি করে দিলেন শাল্টি গোপালপুর এর ইউপি চেয়ারম্যান মো. আঃ রশিদ এর নিকট।
আজ (২৯ আগস্ট) মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই চেয়ারম্যান এর লোকজন ইউক্লিপটাস সহ বিভিন্ন প্রজাতির গাছগুলো কাটা শুরু করেছেন।
আর বাঁধ ঘেঁষা করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ার এ মুহূর্তে গাছগুলো কাটলে বাঁধটি হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসী সহ অভিজ্ঞ মহল মনে করেন।
তবে অনেকের মতে গোপনে বন বিভাগ নামমাত্র মুল্যে গোপনে নিলামে বিক্রি করেছেন যা রহস্যজনক।
সচেতন অভিজ্ঞ মহল এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।