নিজস্ব প্রতিবেদকঃ
গণমাধ্যম তথা সাংবাদিকতা মহান পেশাকে বেঁছে নিয়েছি রক্তে-মাংসে জড়িয়ে। কারণ সৎ সাহসিকতা’র পরিচয়ে বেঁচে আছি আপন প্রাণে।সর্ব শ্রেনীর মানুষের সূখ-দু:খ ভালোবাসায় এগিয়ে চলি সার্বক্ষণিক।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা বিপত্তি যতই আসুক না কেন।সৎ ভাবে বেঁচে থাকার প্রত্যয় বীরদর্পে এগিয়েই চলবো।মিথ্যার প্রলোভন কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই। তাঁতে করে সত্যিকারের কলম যোদ্ধাদের শক্তি আরও দ্বিগুন হারে বেড়ে যাবে।”কাজেই এই মহান পেশা তথা সাংবাদিকতাকে যারা পুজি করে অসৎ কাজে লিপ্ত” ।তাঁরা সকলে সাবধান হউন। নিজের গন্ধকে ’গাডাকা’ দেওয়ার জন্য এই পেশাকে মানক্ষুন্ন করবেননা।অন্যথায় বস্তুনিষ্ঠ সংবাদে আপনাদের মূখশ উম্মোচন করতে সক্ষম হবো। যতপ্রকারই বাধা বিপত্তি আসুকনা কেন।