এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরে বরিশালের নদনদীর সংখ্যা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। যেগুলো অবশিষ্ট আছে তাও সংকটাপন্ন। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও সুইচগেট নির্মাণের ফলে নদী সংকুচিত হয়ে খালে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে শহরের মধ্যে অবস্থিত খাল গুলো দখল ও দূষণে জর্জরিত।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্য বলেন, বরিশালের নদীর রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন টেকসই হয় না। এক সময় দেখা যাবে মানুষের অর্থ আছে কিন্তু বসবাস করার মত কোন সবুজায়ন কিংবা খাল- নদী অবশিষ্ট নেই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তাসলিমা আক্তার শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালমা পলি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক সানাবিন হাসান, সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, তানজিমুল করিম চৌধুরী প্রমুখ।