নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিদূর্ঘটনায় গভীর উদ্বেগ এবং হতভাগ্য নিহত যাত্রীদের রুহের মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা এসব কথা বলেন।
তারা বলেন, পরিবহন জগতের মাফিয়াদের লোভ আর বিআইডব্লিউটিসির দূর্বল মনিটরিং ব্যবস্থার কারণেই ত্রুটিপূর্ণ অসংখ্য নৌযান এখনো নৌপথে প্রতিদিন যাত্রী পরিবহন করছে। তদন্তেই বের হয়ে আসবে এই করুণ মৃত্যুগুলোর দায় সরকার এড়াতে পারে না।
নেতৃদ্বয় বলেন, যাদের গাফিলতি এই দূর্ঘটনার জন্য দায়ি তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ একইসাথে আমরা নিহত এবং ক্ষতিগ্রস্ত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।
তারা সড়ক এবং নৌপথে ত্রুটিপূর্ণ এবং ফিটনেসবিহীন সকল যান বাতিল করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাত্রীসেবা নিশ্চিত করা, যাত্রীবীমা চালু করা এবং চালক-হেল্পারদের আচরণগত প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে সরকারের প্রতি আহবান জানান।