শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে গত ৪ অক্টোবর শুক্রবার পানিতে প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।ভেঙে গেছে মানুষের বাড়ি ঘর।তলিয়ে গেছে মাছের ঘের।পানিতে ভাসিয়ে নিয়ে গেছে মুরগির খামার।বর্তমানে উচু অঞ্চলগুলোতে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলে পানিবন্দী শতশত পরিবার।অনেকেই ভিটা মাটি হারিয়ে এখন দিশেহারা।
শনিবার (১২অক্টোবর) সকাল ৮ঘটিকায় ঝিনাইগাতীর বাসস্ট্যান্ড এর সফল ওষুধ ব্যবসায়ী “সাফি মেডিকেল হল” এর স্বত্বাধিকারী মো শাহজালাল তার নিজ গ্রাম দুধনই তালতলা গ্রামে কয়েকটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাঁর বাবা মোজাম্মেল হক, মুছা মিয়া, তুতা মিয়া, শুকুর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি বলেন,আমি গরীব অসহায় মানুষদের সবসময় পাশে থাকতে চাই।সাফি মেডিক্যালের মালিক শাহজালাল বলেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি প্রাকৃতিক দুর্যোগ, এই ক্ষতিপূরণ একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীন করতে পারেন। আমি আপনাদের জন্য কিছু সামান্য উপহার নিয়ে এসেছি।
স্থানীয়রা বলেন, শাহজালাল একজন ভালো মানুষ তিনি সবসময় আমাদের বিপদে পাশে দাঁড়ায় ও মাঝে মাঝে গরীব অসহায়দের বিনামূল্যে ঔষধ দিয়ে বিতরণকরেন।
Tags: বন্যায়