আনিছ আহমেদ,শেরপুর◊◊
শেরপুরে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জন প্রতিনিধি ইআরটি স্বেচ্ছাসেবী সদস্যদের সমন্বয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের অংশগ্রহণ করা হয়।
গতকাল (১৭ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় শেরপুর বিভাগীয় বন কর্তকর্তার কার্যালয় হল রুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর “বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা” বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা।
উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন, মোঃ শাহীন কবির, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর।
স্বাগত বক্তব্য প্রদান করেন, সুমন সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং সঞ্চালনায় ছিলেন মোঃ মনজুরুল আলম, রেঞ্জ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর।
Tags: বন্যপ্রাণী