নারায়ণগঞ্জ প্রতিনিধি◊◊
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা হতে র্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ একজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল (১০ ডিসেম্বর) রাত ১০ ঘটিকায়
র্যাব-১১ ব্যাটালিয়ন সদর নারায়ণগঞ্জ’র যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত অভিযুক্ত এ চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব।
জানাগেছে, বন্দর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন দুরিবাত গ্রামের জামালের ছেলে মোঃ রনি (৩৬)।
অনুসন্ধান জানাগেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ রনি (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ রনি (৩৬) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে সকালের কাগজের এক বার্তায় র্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।