নিজস্ব প্রতিবেদক♦♦
সোমবার ২৬ আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ জীবন চাই এর উদ্যোগে বড় হজ্জ্ব ৭ লাখ ৫০ হাজার টাকা উমরা হজ্জ্ব ১ লাখ টাকা এই বৈষম্য দূর করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষ যাতে হজ্জ্ব পালন করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবী করেন, আমাদের দেশে হজের বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা জানান, পাশ্ববর্তী দেশ মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া তাদের দেশে হজের টাকা আমাদের চাইতে অর্ধেক লাগে অথচ তাদের দেশের দুরুত্ব বেশি। আমাদের দেশে ৭ লাখ ৫০ হাজার টাকা থেকে ৮ লাখ টাকা কেন খরচ হবে। তাই বড় হজের জন্য ৩ লাখ টাকা ও উমরা হজের জন্য ১ লাখ টাকা নির্ধারণ করে নীতিমালা করার দাবি জানান। সাধারণ মানুষ যাতে করে হজ্জ্ব পালন করতে পারে। এই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সাধারণ মানুষ সবারই মনে আশা থাকে একবার হজ্জ্ব করার জন্য। কিন্তু আমাদের দেশে এত টাকা খরচ করে অনেকেই হজে যেতে পারেন না। তাই এই বৈষম্যের জন্য তাদের মনের আশা পূরণ হয় না। জনগণের মনের আশা পূরণ করতে হজের বৈষম্য দূল করে নির্ধারিত নীতিমালা এবং প্যাকেজ বড় হজ্জ্ব ৩ লাখ টাকা ও উমরাহ হজ ১ লাখ টাকা নির্ধারণ করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন, ও উল্লেখিত দাবি-দাওয়া তুলে ধরেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, সভাপতি, নিরাপদ জীবন চাই। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কবি ডা. সৈয়দা হাবিবা মুস্তারিন, সহ-সভাপতি, নিরাপদ জীবন চাই, কবি কামরুজ্জামান, কবি ডা. জাফর ইকবাল মিল্টন, সাংবাদিক মনিরুজ্জামান অপূর্ব, সাংবাদিক আজিজুল হক মিন্টু, মোঃ মাজেদুর রহমান প্রমুখ।
Tags: বড়