নরসিংদী প্রতিনিধি :
১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে (কোভিড ডেডিকেটেড) একশত অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম বজলুর রহমান ও শাহনারা বেগম ফাউন্ডেশনের পক্ষে গতকাল শনিবার বিকেলে ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল এই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন। করোনার এ সংকটকালে অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা রোগীদের দারুন উপকারে আসবে বলে জানান জেলা প্রশাসক। তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের দেশের এই মহামারি সংকটে এগিয়ে আসার জন্যও আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, নরসিংদীর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএনএম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।