আজ (৫ এপ্রিল) বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মোস্তফা আল ইহযায বলেন, রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুনে প্রায় ৫ হাজারের অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে প্রায় ৫০ হাজারের অধিক জনবল কাজ করতো। অগ্নিকাণ্ডে কর্মচারীগণ তাদের কর্মস্থল হারিয়েছে। এই অগ্নিকাণ্ডে বঙ্গবাজার টিনের মার্কেটে প্রায় তিন হাজার এবং আশপাশের মার্কেটের আরও প্রায় দুই হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে এবং ব্যবসায়িরা সর্বত্র হারিয়ে পথে বসে গিয়েছে।
তিনি বলেন, বঙ্গবাজারের দোকান গুলোতে প্রায় ৫০ হাজারের অধিক জনবল কাজ করতো এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কর্মস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছেন তাদের জীবনযাপন ও পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকা। এমতাবস্থায় বঙ্গবাজারে কর্মরত থাকা সকল কর্মচারি, দিনমজুর সহ কর্মসংস্থান হারানো ব্যক্তিদের তালিকা করে দ্রুত পূর্নবাসন করার দাবি জানান।