নিজস্ব প্রতিবেদক:
আজ ঐতিহাসিক ১৭মার্চ রাত ১২টা:০১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে কেককাটা ও আতশবাজি উৎসব পালন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জননেতা এড.মৃনাল কান্তি দাস।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ নামক একটি দেশ আমরা পেয়েছি।
সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, অগ্নিঝরা মার্চ মাস, বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। ১৯২০ সালের ১৭ মার্চে জাতির পিতা জন্মগ্রহণ করেন। জতির পিতার দেখানো পথেই তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জননেতা এড.মৃনাল কান্তি দাস বলেন, জতির পিতা তার সারা জীবন তিনি বাংলাদেশের মানুষের কল্যানে নিজের জীবনকে উৎসর্গ করছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, প উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন,উপ কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, উপ-যুব ও ক্রীড়াসম্পাদক জসিমউদদীন মাদবর,উপ-মুক্তিযোদ্ধা সম্পাদক আসাদুজ্জামান আাসাদ কার্যনির্বাহী সদস্য ও জাতীয় পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।